Home Uncategorized মানসিক অবসাদে আত্মহত্যা

মানসিক অবসাদে আত্মহত্যা

282
0
শিলিগুড়ি ,২৫ মার্চ ; আজ সকালে শিলিগুড়ি হায়দার পাড়া,শিবরাম পল্লি,এপিসি সরনীর এক বাসিন্দা আত্মহত্যা করেন l আত্মহত্যাকারীর নাম জয়ন্ত কুমার দাস l
মৃত্যুকালীন তার বয়স ছিল ৫২বছর l জানা গেছে ওই ব্যক্তি বেশ কিছুূদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।এর জন্য তিনি আজ নীজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন l পরে খবর পেয়ে ভাক্তিনগর থানার পুলিশ এসে হাসপাতালে মৃত দেহটি ময়না তদন্তে পাঠান l এখনোও আত্মহত্যার বিশেষ কোনো কারণ জানা যায় নি l তবে পুলিশ জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এই বিষয়টি দেখবেন l (এনএ)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here