Home Uncategorized স্কুল যেতে ভুলে গেছেন শিক্ষিকা, হলো না পরীক্ষা

স্কুল যেতে ভুলে গেছেন শিক্ষিকা, হলো না পরীক্ষা

182
0

আলিপুরদুয়ার,৫ মে:আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত তুরতুরি এলাকায় বেলতলা জুনিয়র বেসিক গার্লস স্কুলে আজ ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর সংস্কৃত পরীক্ষা ছিল।কিন্তু কোন শিক্ষিকাই স্কুলে আসেন নি।ছাত্রীরা দীর্ঘ ক্ষন স্কুলে থেকে শিক্ষিকা না আসায় ফিরে যায়।মিড ডে মিল ও বন্ধ।মিড ডে মিলের মহিলা কর্মিরা ও এসে ঘুরে যান।ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।এক অভিভাবক জানান,দীর্ঘদিন ধরে এটা চলছে।আজ শিক্ষিকা না আসায় স্কুলে তালা লাগানো হয়েছে।এই স্কুলের পাশেই তুরতুরি বেসিক স্কুল। সেটি খোলা ছিল।ওখানে মিড ডে মিল হয়েছে।ওখানকার রাধুনী বেলতলার গার্লস স্কুল না খোলা থাকায় এবং ছাত্রীরা ঘুরে যাওয়ায় দু:খ প্রকাশ করেন।জানা গেছে বেলতলা জুনিয়র বেসিক গার্লস স্কুলে ২ জন শিক্ষিকা এবংএকজন গ্রুপ ডি আছেন।গার্লস স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা পাপিয়া সিংহ রায় অবশ্য ফোনে জানান,আজ স্কুল খোলা তা তিনি ভুলে গেছেন।যখন রাজ্য সরকার শিক্ষার প্রসারে উদ্যেগী তখন প্রত্যন্ত এলাকায় স্কুল গুলির এ হেন অবস্থায় শংকিত এলাকাবাসী

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here