Home Uncategorized শিলিগুড়ির এনটিএস মোড়ে নেই ট্রাফিক কর্মী, ক্ষোভ স্থানীয়দের মধ্যে  

শিলিগুড়ির এনটিএস মোড়ে নেই ট্রাফিক কর্মী, ক্ষোভ স্থানীয়দের মধ্যে  

274
0

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর : শিলিগুড়ির এনটিএস মোড়। নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে শহরের মূল পথ হিলকার্ট রোডে যাওয়ার মূল সড়ক এই এনটিএস মোড় দিয়েই যেতে হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীরা নেমে এই পথ ধরেই শহরে প্রবেশ করে। সরকারি এবং বেসরকারি বাস, অটো, টোটো বা রিক্সা মূলত এই মোড় দিয়েই যাতায়াত করে। কিন্তু এখানে নেই কোনও ট্রাফিক বুথ বা ট্রাফিক কর্মী। কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে এনটিএস মোড়ে নেই কোনও পুলিস কর্মী। অথচ, বিগত কয়েক বছর এখানে ঠাঁই দাঁড়িয়ে থাকতেন একজন সিভিক ভলান্টিয়ার। যিনি সবসময় ট্রাফিক কন্ট্রোল করতেন। কিন্তু এখন কারোর দেখা নেই। ফলস্বরূপ যানজট বাড়ছে এই মোড়ে। এনটিএস মোড় চারমাথার মিলনস্থল। একটি হল নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার, একটি হিলকার্ট যাওয়া, অন্য দুটি হল ফুলেশ্বরী এবং বাগরাকোট যাওয়ার। ফলে দিনের বেশিরভাগ সময়ই এখানে ভিড় থাকে। যাত্রীবাহি বাস, অটো বা টোটো–রিক্সা এখান থেকেই যাত্রী ওঠানো–নামানো করে। যাত্রীরাও এখানে দাঁড়িয়ে থাকে গাড়ি ধরার জন্য। এনটিএস মোড়ে বেশিরভাগ সময়ই যানজট থাকে। তবে সবথেকে বেশি যানজট হয় অফিস টাইমে এবং স্কুল টাইমে। দুপুরের দিকে ফের একটু হাল্কা হলেও, ফের বেশি ভিড় হয় সন্ধ্যের পর। এখানকার গুরুত্ব বুঝে এখানে একজন সিভিক ভলান্টিয়ার দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যে সমসময় এখানকার যানজট নিরসনে ব্যস্ত থাকতেন। কিন্তু মাস খানেক হল তাঁর কোনও হদিশ নেই। হদিশ নেই অন্য কোনও ট্রাফিক কর্মীর। ফলে বাড়ছে যানজট। ৫০ মিটার রাস্তা পার হতে সময় লাগে আধ ঘণ্টা। হচ্ছে ছোট–বড় দুর্ঘটনাও। কেন কোনও ট্রাফিক কর্মী নেই, সেই উত্তর পাওয়া যায়নি জেলা পুলিস প্রশাসনের কাছ থেকে। তবে এলাকাবাসী চাইছেন এখানে সবসময় একজন ট্রাফিক কর্মী নিয়োগ হোক। যাতে এলাকার রাস্তাটি যান চলাচলের জন্য মসৃন থাকে। (এনএ)

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here