Home Uncategorized মালদায় এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের  

মালদায় এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের  

155
0
মালদা: মালদা শহরে এটিএম ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা। এদিন সকালে সেই ঘটনা স্থানীয় মানুষজনের নজরে আসে। তবে দুষ্কৃতীরা এটিএম থেকে টাকা লুট করতে পারেনি। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মনস্কামনা রোডে স্টেট ব্যাংকের একটি এটিএম কাউন্টারে। ওই রাস্তায় স্টেট ব্যাংকের দুটি এটিএম রয়েছে। তার মধ্যে একটি রয়েছে মনস্কামনা রোড ও বিনয় সরকার রোডের সংযোগস্থলে। গতকাল রাতে সেই এটিএমেই হানা দেয় দুষ্কৃতীরা। তারা এটিএম খুলে ফেলে। তবে খুলতে পারেনি ভল্টটি। এদিন সকালে সেই দৃশ্য নজরে পড়ে স্থানীয়দের। তারা জানান, এর আগেও এই কাউন্টারে দুবার এটিএম লুটের চেষ্টা হয়েছিল। কিন্তু তারপরেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এখানে নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি। তারা এই কাউন্টারে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। যদিও এনিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে এখনও কোনও ব্যাঙ্ক কর্মী উপস্থিত হননি।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here