Home Uncategorized দুই ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেললো পথ চলতি মানুষ

দুই ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেললো পথ চলতি মানুষ

335
0

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে।এদিন সকালে মাদারিহাটের বাসীন্দা লক্ষী শর্মা শহর শিলিগুড়িতে আসেন মেয়ের বাড়ি বেড়াতে।গাড়ি থেকে নামতেই চারজন মহিলা, তার হাতের ছোট্ট মানিব্যাগটা নিয়ে চম্পট দিতে উদ্যত হলে,পিছু নেয় লক্ষী সহ পথ চলতি মানুষেরা। ছিনতাইকারী চার মহিলার মধ্যে তিনজন মহিলারই কোলে বাচ্চা ছিলো।তাদের মধ্যে দুই জন ছেলে সহ ধরা পড়লেও,বাকি দুইজন পালাতে সক্ষম হয়।ঘটনাস্থলে প্রধান নগর থানার পুলিশ এসে,ধৃতদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাকি দুজনের খোঁজে, প্রধান নগর থানার পুলিশ।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here