Home World ৬২ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চাইনিজ সুপারম্যানের

৬২ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চাইনিজ সুপারম্যানের

338
0

সাংহাই, ১৪ ডিসেম্বর : স্টান্ট দেখাতে গিয়ে ৬২ তলা থেকে পড়ে মৃত্যু হল এক চিনা স্টান্টম্যানের। তাঁর নাম ইউ ইয়ংনিং। যার ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা শহরে। জানা গেছে, গত ৮ নভেম্বর ইউ ইয়ংনিং–এর এই ধরণের স্টান্ট করার নেশা ছিল। এবং যা ভিডিও তুলতেন তিনি। এদিনও তাই করতে গিয়েছিলেন। ৬২ তলায় একটি ভিডিও রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু কোনও কারণে তিনি নিচে পড়ে যান। কিন্তু ভিডিও রেকর্ডিং হয়ে যায়। যা প্রকাশ্যে আসে পরে। সেই ভিডিওটি আপলোডের পরে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল আকার ধারণ করে। পুলিস সূত্রে জানা গেছে, বহুতল থেকে পড়ে গিয়েছিলেন তিনি। মৃত্যু হয়েছে তাঁর। (এনএ)