Home India পৌষের শেষে

পৌষের শেষে

211
0

বাংলা সংস্কৃতির ১২ মাসের ১৩ পার্বনের একটি হলো পৌষ পার্বন.পৌষ মাসের শেষ  দিনে এই উত্সব পালন করা হয় .এটি মূলত ফসল তোলার উত্সব.বীরভূমের কেন্দুলী গ্রামে এই উত্সবকে ঘিরে জয়দেব মেলা হয়.বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ .মকরসংক্রান্তি শব্দ এর অর্থ নিজ কক্ষপথের থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ .ভারতীয় জোতিষ শাস্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ.১২টি রাশি অনুযায়ী  ১২টি সংক্রান্তি রযেছে. নেপালে এই দিনটি মাঘী নাম এ পরিচিত .থাইল্যান্ডে সংকরান, লাওসে পি মা লাও নাম এ . এরকম বিভিন্ন স্থানে এর বিভিন্ন নাম.ভৌগলিক গুরুত্ব ছাড়াও এর ধর্মীয়

গুরুত্ব রয়েছে. ভারতের গুজরাতে উত্সবটি আরো বড় আকারে পালন করা হয়. মানুষ  সূর্য দেবতার কাছে নিজেদের ইচ্ছে ঘুড়ি উত্সবের মধ্য দিয়ে জানায়.মোঘল আমল থেকে এই উত্সব পালন হয়ে আসছে . আজ বাঙালি ঘরে ঘরে পিঠে পুলি পায়েস বানানো হবে. ইষ্ট দেবতাকে পুজো দিয়ে তারপর চলে খাওয়ার পালা.